শুক্রবার, ৫ জুলাই, ২০১৩

বিপ্লবী- ৪৪



আমার ক্রোধ গুলো ভাষাহীন থেকে থেকে
নিঃশব্দে কালো কালো অক্ষরে
তারপর কালো কালো শব্দে রুপান্তরি হয়

ইচ্ছে হয়
শব্দ গুলো মুখের উপর ছুড়ে দিয়ে
সব কিছু লন্ড ভন্ড করে দেই

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন