বুধবার, ৩ জুলাই, ২০১৩

তুমি- ৪৭



একবার হারিয়ে যাওয়া বৃষ্টির খোঁজে
ঢুকে গিয়েছিলাম তোমার চোখের ভিতর
সেখানো সমুদ্র ছিলো
আমি তুলে নিয়েছিলাম দুরন্ত নোনাজল

আজ বিকেলে বৃষ্টি হয়েছিলো
একদা হৃদয়ে একটা বর্ষা কাল ছিলো তোমার জন্যে

আমার অশ্রুকে কেনো এতো স্বাধীন করেছো তুমি?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন