রবিবার, ৭ জুলাই, ২০১৩

কালো কবিতা- ৬৩



একটা স্বপ্নকে স্বাধীন করে দেবো
সেটা উড়বে, দৌড়বে আর চিৎকার করবে
কিংবা যা খুশি তা

এক রাত্র অন্ধকার খুজেছি
অথচ
সংঘবদ্ধ জ্যোৎস্নায় আক্রান্ত হয়েগেছি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন