একদিন তুমি কবিতা থেকে হারিয়ে গিয়েছিলে
আমি সারাদিন খুঁজেছি
একবার বৃষ্টিতে ভিজে,
একবার বিপ্লবী মিছিলে
খুঁজেছি কদম তলার উজানে
টিয়া পাখি উড়ে গেছে সেখানেও
মাছের বাজারে খুঁজেছি তোমায়
কাঁচা মাছের গন্ধ এখনো লেগে আছে গায়
কালো পাড়ার চোরা গলি তন্ন তন্ন করে
বুড়িগঙ্গার ঘোলা জলে তীক্ষ্ণ দৃষ্টি মেলে
৩২ তলা সিঁড়ি বেয়ে অফিসের ছাদে
শ্বাসকষ্টের রাতে, বকুল ফুলের ঘ্রাণে
মধুমতি সিনেমা হলে, ৮ নম্বর যাত্রাবাড়ীর লোকালে
গাড়ির রিয়ার ভিউ মিররে
শহর ছেড়ে গ্রামে; মদিনাদের উঠানে
বড় নও পাড়া পদ্মার পাড়ে-
তোমাকে খুঁজেছি একবার, বারবার...
এমন অযুত নিযুত বারেও
কোথাও ছিলে না তুমি- কোথাও না।
একদিন তুমি কবিতা থেকে হারিয়ে গিয়েছিলে
সেদিন কবিতাশূন্য হয়েছিল পৃথিবী
কোনো কবিতা লেখা হয় নাই.....
সেদিন... কবিতা লিখতে পারে নাই কোনো কবি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন