শুক্রবার, ২ আগস্ট, ২০১৩

সব কিছু নেহায়েত ব্যর্থ নয়



যে কাদামাটি পাথর হয়ে গেছে
কোথাও বা পোড়া ইট
অথচ আশ্চর্য শীতল

সব কিছু নেহায়েত ব্যর্থ নয়
রুগ্ন আঙ্গুলের ভাঁজে একটানা উত্তাপ
হয়তোবা স্বপ্নও লিখতে জানে


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন