শনিবার, ২৪ আগস্ট, ২০১৩

কালো কবিতা- ৬৫



মৃত্যু আমার বুকের উপর শুয়ে ছিলো কিছুক্ষণ
তরতাজা রক্তের ঘ্রান বেদনা কাতর
আরো বেশী কাতর সোডিয়াম অন্ধকার

মুক্তি পেয়েছিলো; অচেনা যুবক চোর
আমার চার পাশ ঘিরে ওড়াউড়ি করে
মৃত্যুর চেয়েও কালো; এক মহৎ অন্ধকার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন