শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮

অভিমান


তুমি তো জানোই; কি বিরামহীনভাবে
চুকে যাচ্ছি জীবনের দাম
তুমি তো জানোই, এ ব্যথা কত অবিরাম...
একদিন হিসেবের খাতা খুলে
মুখোমুখি হবো খোদা তুমি আর আমি
তুমি তো জানোই, ঋণ ছিলো কতো কার!
বিনিময়ে জরাজীর্ণ বেঁচে থাকা...
সে কি কেবল নিয়েই যাচ্ছে শুধু?
তুমি তো জানোই; সবটুকু রূপকথা।
অভিমান ছিলো আপন খোদার সাথে
আমার খোদাও কি অভিমানী ছিলো?
অথচ জানোই তো, কি নির্বোধ এই খেলা
আমরা খেলে যাচ্ছি, খেলেই যাচ্ছি...
একে অপরে অবহেলা.....

বৃহস্পতিবার, ৬ সেপ্টেম্বর, ২০১৮

কালোকবিতা ৮৩

গভীর অন্ধকারের প্রতিশোধ গুলো
আর তার পর্যায়ক্রমে হতাশার সকাল গুলো
এরপর রৌদ্রজ্জ্বল মুখোশের মুখোমুখি
আমাদের প্রতিদিন, প্রতিরাত গুলো

আমাদের ভালো থাকা
আদতে, একে অপরের খারাপ থাকা
অথচ, কেটে যাওয়া দিনের নাম
একটা ভুলভাল প্রতিক্ষায় থাকা

মঙ্গলবার, ২৪ জুলাই, ২০১৮

কালো কবিতা ৮২

অবিরত শুন্য এসে জমা হয় আশে পাশে
একে একে তুলে নেয় আমার কিছু কিছু
কেউ কেউ পূর্ণ হয়ে উছলে যায় এতেই
অথচ, অনেকে অপূর্ণ থেকেই যায় তারপরেও
.
সবে শেষে আমি কেবল খালি হয়ে পরে থাকি
তুমিতো জানোই সেই দু:খনুভুতির খুঁটিনাটি
.
তুমিতো জানোই এইসব কালো কবিতা

জুড়ে থাকা স্বপ্ন আর ভুলে যাওয়া ব্যাথা
এসবেই প্রতিবার এই জাগরিত পূর্ণতা
তুমিতো জানোই শুন্যতার এই রুপকথা

রবিবার, ৩ জুন, ২০১৮

যেদিন সুর্য উঠবে



এখনো যাদের খুন করা হয়নি
তাদের চিৎকার মৃত্যুর মতো স্পন্দনহীন
তারা জেগে থাকার ছদ্মবেশে ঘুমিয়ে আছে
দুঃস্বপ্ন ছাড়া আশ্রয় দেয়নি কেউ 

আরও কিছুকাল
অনন্তের সীমার সমান দীর্ঘ কিছুকাল
তাদের রক্তেও সতেজ হবে মাটি, 
উর্বর হবে কাদা, স্বচ্ছতা হারাবে ঢেউ 

তারপর একদিন
ঘোলা পানির মাছের শিকার শেষে 
বিপর্যস্ত হাহাকার ফুঁড়ে 
গনগনে সুর্য উঠবে; শিকারীদের চমকে দিয়ে
স্লোগান মুখর হবে ঐক্যবদ্ধ মৃত্যুহীন লাশগুলো। 

ইতিহাস বলে,
তারা বুঝে নিবে হিসেবের সমস্ত মাছ
যেদিন সূর্য উঠবে
প্রকাশিত হয়ে যাবে জেগে থাকা মৃত্যুগুলো



রবিবার, ১৫ এপ্রিল, ২০১৮

ইতিহাস

আমাদের কোন অতীত নেই

আমরা চির বর্তমানে বসবাস করি

আর কেবল ভবিষ্যৎ লিখে রাখি.....


আমরা মৌলিক সংখ্যার মতো, অসীমের অবিচ্ছেদ্য অংশ

যতবার একে অপরের প্রেমে পড়ি

বারবার সময়কে ভেঙেচুরে গড়ি.....


আমাদের কোন গতিপথ নেই,

আলো কিংবা অন্ধকার নেই;

কোন ইতিহাস নেই, কোন বিচ্ছেদ নেই;

অথচ, অমোচনীয় দূরত্বের অভিশাপে

আমাদের মিলন হয় না কখনো


আমাদের এই যাপনের নামই ...... প্রেম!

মঙ্গলবার, ২৭ মার্চ, ২০১৮

আবহমান




তোমারতো জানাই আছে
একদিন সাম্যবাদও পুরনো হয়ে যাবে
গোলাপের রঙ বদলাবে, হয়ে যাবে বেগুনী
বৈষম্য বিক্রি হবে সমতার মোড়কে 

তুমিতো জানোই
একদিন চিরন্তনও শেষ হয়ে যাবে
ধ্বসে পড়বে নীতি পাহাড় 
অথচ, তুমি জানোইনা 
আমরা একটা অতীতে বসবাস করছি
 
একদিন তুমি খুঁজে পাবে প্রেম, অথচ 
তুমিতো জানোই যে, তুমি জানো না 
তোমার জন্য আমার এই প্রেম, 
সময়ের মত; আবহমান 
এবং তার কোন মহাকাশ নেই

তুমি জানো না
এ এক অনন্ত বর্তমান

বিসুখ


বিসুখ

আমাকে যে  বিষণ্ণতা গ্রাস করে থাকে
আমাকে যে বিপন্নতা গ্রাস করে বাঁচে;
তুমি জানো; কিংবা জানোই
হয়তো জানো না; কিংবা জানোই না তাকে!

এ কেমন জানি বিসুখের মতো
কত কত বার ভুলে গেছি.....

যত শতবার পরে মনে; তারপর থেকে
এ এমন এক মনে পরে থাকা, ভুলে যাওয়ার মতো..... 

তুমি জানো, কিংবা জানোই.....
হয়তো জানো না; কিংবা জানোই  না তাকে!


আমাকে যে বিষণ্ণতা গ্রাস করে থাকে;
তুমি জানো; কিংবা জানোই;
হয়তোবা জানোনা; কিংবা জানোই না তাকে;

এ কেমন জানি বিসুখের মত
কত কত বার ভুলে গেছি;
যত শতবার পরে মনে; তারপর থেকে
এ এমন এক মনে পরে থাকা ভুলে যাওয়ার মত!

তুমি জানো, কিংবা জানোই;
হয়তোবা জানোনা; কিংবা জানোইনা তাকে!

শুক্রবার, ৯ মার্চ, ২০১৮

উপাগত




সব শেষে যখন চোখে ঘুম নেমে আসে
জাগরণের মতো করে, স্পর্শকাতর;
সারাদিন যেনো একটা স্বচ্ছ বোতলের ভিতর
তোলপাড়.....
আর উপাগতের দল এক এক করে,
আসে আর যায়

এরা কেউ চেনা
কেউ অচেনা; কেউ আবার স্মৃতির মতো আবছায়া
এরা একে একে  নিজেদের পরিচয় দিয়ে যায়
আমার ঘুমের মতো জাগরণের ভিতর
যে যার মুখোশ খুলে রেখে যায়

ঠিক ঘুমিয়ে পড়ার আগে
আমি জানতে পারি
এরা কেউ আমার চেনা নয়;
হয়তোবা অচেনাও নয়,
মূলত, এরা কেউ আমার পরিচিত নয়

তারপর আমার ঘুম হয়,
নিরবিচ্ছিন্ন সুখের মতো অলীক
কারণ এখন আমি এদের পরিচয় জানি;
আমি জানি, এরা কেউ আমার চেনা নয়;
হয়তোবা অচেনাও নয়,
মূলত, এরা কেউ আমার পরিচিত নয়

তারপর এক একটা অপাপবিদ্ধ সকালে
পবিত্র ঘুম ভেঙে জেগে উঠি
কোথাকার সেই পরিচিত কোলাহলে

বুধবার, ৭ মার্চ, ২০১৮

অবসান




এরপর একদিন অপেক্ষার অবসান হলো
আমাদের দেখা হলো
তুমি জানলেই না, অথবা আমিও জানলাম না 
কিংবা দুজনের কেউই না।  

কিন্তু বারবার মনে হলো; যাক দেখাতো হয়েই গেলো ...
আর জ্যামিতি শাস্ত্র তুচ্ছ করে
দুটি সমান্তরাল রেখা পরস্পরকে ছেদ করে চলে গেলো। 

কেউ জানুক আর না জানুক 
একে অপরের অপক্ষের অবসান হলো 
আমাদের পরিচয় জমা রাখা মস্তিষ্কের স্নায়ুকোষগুলো
বহুদুরে উড়ে গেলো প্রজাপতি হয়ে
এ যেনো একটা নিরাপরাধবোধ অনুভূতি, শিশুর পাপের মতো

এরপর একদিন দুজনার উচ্ছ্বাসিত হেঁটে চলা পথে
যখন আর কেউ কারো পথ চেয়ে নেই
দেখা হলো কিনা হয়ে যাবে; কে জানে!

এখন আর আমরা তো পরিচিত নই.....

অপেক্ষা

দেখা হবার অপেক্ষাতে যাপন আমার.....
একদিন দেখাতো হবেই

তারপর একদিন দেখা হবে
কিন্তু;
কেউ কারো কুশল জানতে চাইবো না,
যেনো প্রতিবেশী;  প্রতিদিন আমাদের দেখা হয়.....

কোন উত্তাপ থাকবে না
কেবল দেখাই হবে, কিন্তু; কথা হবে না
দুজন চলে যাবো, না দেখার ভান করে
যেমনটা হয় দুজন ইর্ষাকাতর প্রতিদ্বন্দীর ভিতরে। 

দুর্বোধ্য অপরাধবোধে আমাদের চোখ
চোখাচোখি হতে আসহায় বোধ করে

অথচ দেখা হবে
একদিন দেখাতো হবেই
হয়তো; দেখা না হওয়ার মত করে! 

শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৮

কালো কবিতা-৮১


আমি আমার নিজের চেহারা দেখে অবাক হয়ে যাই,
কি আশ্চর্য! কিংভুতকিমাকার আমি;
এর চেয়ে কাকের ছানাটাও সুন্দর
সুন্দর সাপের ডিম আর বানরের থাবা
.
তারপর নিজের কথা ভেবে আমি ভয় পেয়ে যাই ,
আমার মৃত্যুর পরে, যখন আমাকে উলঙ্গ করা হবে;
যখন আমাকে লুকিয়ে রাখার কোন শক্তি আমার থাকবে না
.
আমি হয়তো এই জন্যেই মরে যেতে চাইনা