বুধবার, ৮ ফেব্রুয়ারী, ২০১২

আশায় আশায়


আমি হয়তো উড়তে থাকা
হয়তোবা ঝড়, উটকো বাতাস
সমুদ্রটা সূর্যপ্রেমে পুড়তে থাকা
হাসনাহেনায় সন্ধ্যা মাতাল
আমি নাহয় ভুল কবিতায়
আটকে থাকা ছন্দ বাচাল
চাতক পাখির ভাঙা হৃদয়
দাঁড়িয়ে দূরের দাঁড়কাকটা
চঞ্চলতা ঘড়ির কাটায়
আমি হলাম সেই পাখিটা
খাঁচার প্রেমে আশায় আশায়
তোমার চোখে তাকিয়ে থাকা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন