শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১২

চরমপত্র





পুরু চামড়ার গদির ভাঁজে
জমা রেখো কিছু অনুতাপ,
জিহ্বার চকচকে বিষ ঢেকো সুগন্ধি মেখে, 
কূটিল আর্তনাদে ঢেকে রেখো পাপ। 

দৃষ্টির সুঁচালো ফ'লায় একদিন
জং ধরে যাবে, এ-ই নিয়তি,
আমাদের সংঘবদ্ধ অভিমান গুলো
সূদ-আসলে বুঝে নিবে সব, এ-ই পরিণতি

সেইদিন স্লোগানের উৎসব হবে
রাতহীন ভোর হবে নতুন সূর্যের সমারোহে 
মনে রেখো বিপ্লব হবেই হবে
ফাল্গুনের জ্বলজ্বলে আবহে.....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন