আরো কিছু জানুক মৌমাছিরা
আরো কিছু পরাগ বিফলে গেলে আমি প্রকাশিত হবো প্রেমিক হয়ে
তারপর প্রেম দেবো মধুর ও অধিক
তারপরও ফাল্গুন ফুলেরই থেকে যায়
প্রেমিক বুঝে নেয় শুধু অযথাই কাঁটার দায়
তবুও আমি তোমাকে সাজাবো
নষ্ট পরাগ নিয়ে চলে যাবো পথিক হয়ে
তুমি সেই প্রেম দিয়ে বসন্ত সাজিয়ে নিও
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন