শুক্রবার, ৬ এপ্রিল, ২০১২

বিষন্ন পলাশ





চোখের পলাশে পলাশে
আজকাল বর্ষারা বাসা বাঁধে
যুগল যাত্রীর এক মুঠো ঝরে পড়া পলাশ
ঘামের গন্ধে হা-হুতাশ করে!

প্যাডেলের চাপে চাকার দুর্বিষহ হামাগুড়ি
বিষন্ন সে পলাশ মাড়িয়ে জড়িয়ে 
বয়ে চলে যায় জীবনের পথ.....

ঘামের দামে শোধ হবে পলাশের ঋণ
এই বুঝি তরুন চালকের শপথ.....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন