মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১২

যেহেতু মৃত্যু আছে



আমি এক থোকা কৃষ্ণচূড়া ঘিরে
কিছু কিছু মৃত্যুকে ভোগ করি
খুব বিবর্ণ তুমি আর আমি, খুব রঙ চঙে অশ্রু ঝরাই
শুধু করজোড় আর করতালি করে বেচে থাকে
বিষন্ন সমাজ

যেহেতু মৃত্যু আছে
অযথাই ভুল গুলো বেচে থাকে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন