শনিবার, ৭ এপ্রিল, ২০১২

কালো কবিতা-১৭


সূর্যের কথা বলতে গিয়ে বার আধার কেই টেনে অনি
আধার বিলাসের সুখ বন্টন করি চোখ হতে চোখে .....সমস্ত আলো অবধি
তীব্র ক্লান্তির প্রশান্তি নিয়ে ফিরে যাই আবার আধারে

তুমি ভালো থেকো আলোকিত শহরে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন