বুধবার, ১৮ এপ্রিল, ২০১২

তুমি-১৮



ভেতরে কিছু পুড়ে গেল
সেখানে একটা নদী ছিল আর অযথাই কিছু ঝর বাসা বেধেছিল
সব পুড়ে গেল

পলকের বার্নিশ করা উদ্দাম আগুন
কিছু রাত বাকি ছিল সেও অযথাই
সব খেয়ে নিল
রাক্ষসী সব খেয নিল

ভালবাসা আহত পাখির ডানায়
ভর করে অজানায় চলে যায়

তুমি দারুন সাজতে জানো।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন