শুক্রবার, ২ নভেম্বর, ২০১২

কালো কবিতা -২৭


সতের বছর দেখতে দেখতে কেটে যাবে
আমার বিগত ২০ বছর কেটেই তো গেল,
আমি জানি তার থেকে ভালোই হবে শীতাতপ যন্ত্রের ভিতর একটা শীত ঘুম।
আমার নরকে গুমোট অন্ধকারের ভিতর এখনও সূর্যের নিষ্ঠুর অভিমান।
তার চেয়ে অনেক সহজ ...  সতের বছর দেখতে দেখতেই কেটে যাবে
যেহেতু তোমার কিছু ভুল ছিল সাজার ওজনে
আথচ আমি নিষ্পাপ


অভিশাপ গুলো নিষ্পাপীদের জন্যে
বিপ্লব গুলো আজ অপরাধীর শয্যা সঙ্গিনী
বিপ্লবিরা পরিত্যাক্ত বীর্যের মত পাপ হয়ে ঘুরে ফেরে ডাস্টবিনে ফেলে দেয়া কনডমে কনডমে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন