তোমার অস্বস্তির পেছনের কারন খুঁজে পাচ্ছোনা
এবং এটা অমাবস্যার রাতও নয়
অথবা আকাশ বিশ্বাসঘাতক হয়নি মেঘের উৎসাহে
এটা আলোকিত এবং তোমার-ই উপযুক্ত
এখানে চুম্বনে বাধা নেই কিংবা নগ্ন হতে
কাম সুত্রের সমস্ত বিশেষণ এখানে সাবলিল
এবং প্রত্যাশিত পৌরুষ তোমার সহচর
আর প্রতিবার তোমার তৃপ্ত স্নানে মশগুল মধু সরোবর
অথচ
তুমি অসহায় হৃদয় নিয়ে জ্বলে যাচ্ছো অবিরত
আথবা হয়তো আমার কাছেই তোমার সমুদ্র ছিল
এবং এটা অমাবস্যার রাতও নয়
অথবা আকাশ বিশ্বাসঘাতক হয়নি মেঘের উৎসাহে
এটা আলোকিত এবং তোমার-ই উপযুক্ত
এখানে চুম্বনে বাধা নেই কিংবা নগ্ন হতে
কাম সুত্রের সমস্ত বিশেষণ এখানে সাবলিল
এবং প্রত্যাশিত পৌরুষ তোমার সহচর
আর প্রতিবার তোমার তৃপ্ত স্নানে মশগুল মধু সরোবর
অথচ
তুমি অসহায় হৃদয় নিয়ে জ্বলে যাচ্ছো অবিরত
আথবা হয়তো আমার কাছেই তোমার সমুদ্র ছিল
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন