যে কবিতা গুলো শেষ হয়ে গেছে
আমি বার বার সেগুলই লেখি
যে ফুলের গন্ধ শুকিয়ে গেছে
আমি সেই ফুল দিয়ে অযথাই মালা গাথি
বিষণ্ণ বিকেল পেরিয়ে সন্ধ্যা নেমে গেছে
অথবা সূর্যটাই কালো হয়ে গেছে
বিষণ্ণ বিকেল পেরিয়ে সন্ধ্যা নেমে গেছে
অথবা সূর্যটাই কালো হয়ে গেছে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন