আর কোন রিদয় দেখবোনা খুলে
প্রেম থাকলে থাকুক ঝুলে কিংবা উদাস চুলে
আর কোন বিশেষন নেই ফুলে
যেই বেদনা জ্বালিয়ে গেলো রিদয়
বাস করে যাই সেই বেদনার ভুলে
আহা
প্রেম যে আমার আধারের অনুকুলে
(একটু প্রাচীন ধাঁচে লেখার চেষ্টা/ আধুনিক আর উত্তরাধুনিক তো কম হচ্ছে না কি বলেন সবাই ?)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন