সোমবার, ২০ আগস্ট, ২০১২

বয়স



বিষণ্ন জড়তা জড়িয়ে
যতক্ষণ ছুঁয়ে থাকা যায়,
তারচেয়েও অধিক অধিকার

পরিযায়ী রাতে, বিছানাতে
হাহাকার ছিঁড়েছুঁড়ে ছড়ায়
শক্তির সবটুকু ব্যয় সময়কে ধরার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন