একটি ভাঙ্গা কাঁচের টুকরায় একটি বসন্ত ছিল
আর সেখানেও হাহাকার ছিল জন্মের
তোমাকে প্রজন্ম নাম দিয়ে আমি ইতিহাস হব ..... ইতিহাস ভেঙ্গেচুরে
এবং সবুজ বৃক্ষগুলো ও তার রঙিন ফুল, যাকে বসন্ত বাল যায় কিংবা বলে থাকি
ভাঙ্গা কাঁচের টুকরা আবার ভাঙ্গি .....
যথারীতি প্রজন্ম ..জন্ম ...প্রজন্ম
যথারীতি ইতিহাস
এখনো বসন্ত দেখি
ইতিহাস ভেঙ্গেচুরে
কবেকার প্রাকৃতিক নিয়ম থেকে
(রবার্ট ফ্রস্ট এর কবিতা থেকে ভাব ধার করে )
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন