সোমবার, ২০ আগস্ট, ২০১২

আর কোন দাবি নেই




আর কোনো দাবি নেই... প্রেমের।
এইসব দাবিদাওয়ার যন্ত্রণা অনেক...
কেবল দাবির মূল্যেই
নিজেকে নিজেই মূল্যায়িত করা হয়ে যায়...
এমনকি বোঝা যায় না, এটা কতটুকু অবমূল্যায়িত।

তার চেয়ে বরং সস্তা হওয়ার আরও উপায় আছে,
এই যেমন ঝুম বৃষ্টিতে ভেজা; সমস্ত ঘাম ধুয়ে যাবে...
দাবির মিছিলে যেগুলো ঝরে পড়ার অপেক্ষায় থাকে।
কিছুক্ষণ চড়ুই পাখির সাথে আলাপ জুড়ে দেওয়াও যায়
এতে নাকি মস্তিষ্কের ডোপামিন বাড়ে…
নিজেকে হালকা লাগে...
মানুষের মূল্য খসে পড়ে পাখির পালকের মতো...

আর কোনো দাবি নেই, প্রেমের...।
যোগ্যতা পরিমাপের চোখ ফাঁকি দিয়ে
কেবলই ভালোবাসা অবমুক্ত করব শ্বেত পায়রার মতো।

© রি হোসাইন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন