বৃহস্পতিবার, ২৩ আগস্ট, ২০১২

ব্রে



ছড়িয়ে থাকা তাসের বান্ডিল
উল্টানো ইস্কাবনের বিবি, পরিত্যক্ত বিছানায়
প্রতিবার সর্বস্ব খোয়ানোর বাতিকে পরাজিত হয় প্রেম.....

এমন ও খেলাও নাকি আছে, তেরটা হৃদয় দিয়ে,
একটা কালো প্রেম নাকি জয় করা যায়
প্রতিবার-ই আমার কিছুটা হৃদয় ফসকে যায়!

হৃদয়হীন পুরুষেরা চিৎকার করতে থাকে
ব্রে..... ব্রে.....ব্রে .....!
জয়ী হওয়া পুরুষেরা চিৎকার করতে থাকে
ব্রে..... ব্রে.....ব্রে .....! 

প্রতিবার সর্বস্ব খোয়ানোর বাতিকে পরাজিত হয় প্রেম.....

***তাসের অন্যসব খেলায় থাকে জয় কিংবা পরাজয়। কিন্তু এই খেলায় থাকে অন্য একটি ব্যাপার, আর তা হলো অপমান। অন্যসব খেলায় যেমন একজন কিংবা একটি জুটি জেতে, এ খেলায় হয় উল্টোটা। এখানে তিনজন খেলুড়ে জেতে আরে একজন পরাজিত হয়, সবাই মিলে একজনকে পরাজিত করাই এখানে খেলা। আর পরাজিত খেলোয়াড়ের খেতাব হয়, ‘ব্রে’ বা ‘গাধার ডাক’। খেলার নিয়ম সংক্ষেপে হচ্ছে এরকম। হরতনের (হৃদয় চিহ্নিত লাল) তেরোটি তাসের প্রতিটির জন্য এক পয়েন্ট আর ইস্কাবনের ‘বিবি’র ( রানীর) জন্য বরাদ্দ বারো পয়েন্ট। এই মিলিয়ে পঁচিশ পয়েন্ট। চার ধরনের তাস কোনো একধরনের তাস যে ফেলবে, অন্য সবাইকে সেইধরনের তাসই ফেলতে হবে। যদি না থাকে, তবে সে হয় যে কোন হরতন (হৃদয় চিহ্নিত লাল) কিংবা ইস্কাবনের ‘বিবি’ (রানী) পাসাতে পারবে। চাইলে অন্য বড় তাসও নিজের হাতছাড়া করতে পারবে। অর্থাৎ ইস্কাবনের বিবি যার কাছে আসবে সে সবচেয়ে দুর্বল অবস্থায় থাকবে। তার প্রধান লক্ষই থাকে যত দ্রুত এটা পাস করে দেয়া বা হাতছাড়া করে দেয়া যায়। এছাড়াও হৃদয় চিহ্নিত তাস গুলোও পাসাতে বা হাতছাড়া করাটাও অন্যতম লক্ষ্য থাকে এই খেলায়। প্রতি ডিল শেষে গুনে দেখা হবে কে কত পয়েন্ট পেল। এভাবে চলতে চলতে যে প্রথমে একশত (অবস্থাবিশেষে এই লক্ষ্য পরিবর্তিত হতে পারে) পয়েন্ট পাবে, অর্থাৎ সবেচেয়ে বেশি হৃদয় চিহ্নিত তাস আর কালো রানী সে পরাজিত হবে। সে হয়ে যাবে ‘ব্রে’। আর যারা হৃদয়হীন অর্থাৎ হৃদয় চিহ্নিত লাল তাস যারা কম পাবে আর ইস্কাবনের বিবি পাবে না তারা জয়ী হবে। ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন