সোমবার, ২০ আগস্ট, ২০১২

ব্যর্থ ইতিহাস



প্রতিদিন রোজ ফুল তুলে ফিরে যায় তরুণী
আমাদের জানা ছিল সে আমার জন্যে নয়
ফুলের ও পরাগ থাকে, কিন্তু সে জানতনা সব .......

আর তাই ঘ্রাণ দিত প্রাণ ভরে মোরে
আমি খুব দ্বিধায় থাকি নিশ্বাসে প্রশ্বাসে ........
যদিও স্বর্গ সাজাতো নারী, আমি ইশ্বর হতে চাই নি
তবু কি নিপুন প্রেম ছিল আমাদের বিশ্বাসে

আমাদের জানা ছিল সে আমার জন্যে নয়
আমাদের প্রেম ছিল, ইতিহাস গুলো নয়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন