বৃহস্পতিবার, ৯ আগস্ট, ২০১২

বিপ্লবী-২১



মেপে মেপে সময় খরচ করেছি
মেধাকে বিশ্লেষণ করেছি খন্ড খন্ড করে
তার পর বিপ্লব নিয়ে পথে নেমেছি
ভন্ডের চোখ গুলো উজ্জল থেকে উজ্জল তর , এক একটা ধ্রুপদী নক্ষত্রের নকল
আমি হায় দিশেহারা পথিক হেটে-ই চলেছি 

এক ফোটা মৃত্যুর বৃষ্টি হোক
তোমাকে বিপ্লব দেবো
তোমাদের বিপ্লব দেবো
আমাকে ও দেবো প্রসারিত গর্বের বুক

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন