বুধবার, ১১ জানুয়ারী, ২০১২

কষ্ট নদীর ছলে




কল-কল তোর গহীন নদীর জল
স্বপ্ন-পাখি উড়ায় অধিক ছল
কোথায় আমি দাঁড়াবো এই জলে
ডুবে যাচ্ছি কষ্ট-নদীর ছলে.....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন