নীরবতার কোনো ভাষা নেই
যেটুকু মানুষ ভাবে ভুল ভাবে......
নিরবতা একটা দ্বিধার স্রোত, ভেতরে ভেতরে একটা যুদ্ধ
একটা ঝড় অগোচরে বয়ে যায়
তুমি উস্কে দাও দ্বিধা অভিজাত চোখে
অন্তরদ্বন্দে বাধ ভাঙ্গে ক্ষোভের
ভালবাসা ভ্রান্ত পথিকের মতো পথ হারায়
আমি নিরব ছিলাম
আমি সম্মত ছিলাম না
তবু তুমি চলে চলে গেলে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন