একটা গন্ধ ছায়ার মত আমাকে অনুসরণ করে
আমি যেখানেই যাই যেখানেই খুলি হৃদয়
যেখানেই ভেসে যায় চোখ
যেখানেই বিক্রি হই লোভ কিংবা হিংসার কাছে!
আমি ক্ষুধার্ত থাকলে সুবাস খুব তীব্র হয়
কবিতা লিখতে বসলে ঘ্রাণটা এলোমেলো হয়ে যায়
পাপ করলে গন্ধটা গুমোট বাধে
আর ভালোবসলেই খুশবুটাও কেমন স্নিগ্ধ; পরিপাটি
তুমি এলে গন্ধটা থাকেনা
তুমি এলে ঘ্রাণটা তোমার সৌরভ মনে হয়.....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন