মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০১২

দিন কাল


মাঝে মাঝে কবিতারা আমাকে গিলে খায়
আমি তৃপ্তি নিয়ে নিজের গিলে যাওয়া, গলে যাওয়া দেখি
ঠিক মাতাল যেমন পড়ে থাকে যত্রতত্র
আমি তখন একইরকম, নিজেকে অস্তিত্বহীন করে ফেলি
সবচেয়ে বড় কথা, এতে আমি সুখী হই
মাতালের মতোই
সমস্যা হয়, যখন কবিতারা আমাকে হজম করতে পারে না
বমি করে উগরে দেয়,
তখন আমার অস্তিত্ব ফিরে আসে বিষণ্ণ বায়ুমণ্ডলীতে
এবং আবার নিশ্বাস নিতে হয়
যেতে হয় যুদ্ধে, পান করতে হয় শরবতের মোড়কে রক্ত
এরপর কবিতা লিখি, গান গাই, সম্ভোগ করি
এরপর আমি দুঃখী হই....
আর জ্বলন্ত সূর্যের দিকে তাকিয়ে ভোরের অপেক্ষা করি
©

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন