বুধবার, ১১ জানুয়ারী, ২০১২

বিবর্তন


নতুন একটা শব্দ উচ্চারিত হবে
যারপর আর শব্দের প্রয়োজন হবে না
এবং মানুষের উচ্চারণের কিছুই থাকবে না
আমাদের তাকিয়ে থাকা চোখ ভাষার দায়িত্ব নেবে
তা হবে সহজ আর সার্বজনীন

কথোপকথনে যুক্ত হবে মাছ, পাখি, সিংহ আর শকুন
সকল প্রাণী,
এমনকি অণুজীব, ব্যাকটেরিয়া
রাষ্ট্র গঠন হবে মহাবিশ্ব জুড়ে

প্রকাশ হয়ে যাবে
মহাবিশ্বের আর কোথায় দানব নেই,
কিছু নিকৃষ্ট মানুষ ছাড়া দানব ছিল না এখানেও
ছিল কিছু ছুত্-অচ্ছুত্ আর বৈষম্যমূলক শব্দ
যে ভাষায় লেখা হয়েছিল রাক্ষস খোক্ষস
নিকৃষ্ট মানুষেরা লিখেছিল ঠাকুরমার ঝুলি
সেই শব্দগুলো বাদ দিয়ে
নতুন একটা শব্দ উচ্চারিত হবে
যারপর আর শব্দের প্রয়োজন হবে না

এরপর মহাবিশ্ব স্বাধীন হবে

© রি হোসাইন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন