শনিবার, ১৪ জানুয়ারী, ২০১২

তুমি- ১৩


মন চাইলে খুলে ফেলো বস্ত্র
ফোটা ফোটা ঝরে পরে শরীর থেকে
এলোমোলো মৌমাছি গুলো তোমাকে মাদক ভেবে
আমাকে নষ্ট করে দিলো

আমি এই নগ্নতা নিয়ে
কলঙ্ক কেনার ব্যর্থ প্রচেষ্টা করি
মূল্যের সীমায় তোমাকে যায় না ছোয়া
মন চাইলে ঝেড়ে ফেলো কিছু প্রেম
অলস পাখির পালকের মত নিতান্ত অবহেলা করে
আমি কুড়িয়ে ছিলাম সুখে
তারা হৃত্পিণ্ড জ্বালিয়ে দিলো
ওগুলো আগুন ছিল

মন চাইলে ভালোবাসো কি বিশাল মহত্বে, ছড়িয়ে ছিটিয়ে
ফোটা ফোটা আগুনের ঘ্রাণ

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন