আজ দুপুর বেলা একলা ছিলে
বুকের বোটায় কিসের একটা গোপন গোপন ব্যথা ছিলো
ফুলের পরাগ মৌমাছিতে লেপ্টে গেলে কি দোষ হলো
আজ দুপুর বেলায় আমি ছিলাম অন্য পুরুষ
কাঙ্গাল মনের বিষাদ গুলো গুনগুনিয়ে তোমার মনের বিষাদ নিয়ে আগুন খেলি
আমি হলাম পর পুরুষের পথের ছায়া
ছিনিয়ে নিয়ে দৌড়ে পালাই তোমার চোখের মহামায়া
যতটা কাল প্রেমিক ছিলাম প্রেম খুজেছি
আজ দুপুর বেলা একলা ছিলে, আজকে আমি
ফাগুনহারা অবসন্তের নাগর হলাম
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন