শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১১

নূপুরের যাপনে




এখন শুধু নূপুরের শব্দ পাই 
যেখানে সেখানে এখানে..... 

ঘুমের ভিতরে অথবা জেগে থাকার ঘোরে
হাঁটতে হাঁটতে কোলাহলে আর 
একান্ত অবসরের নিরব গভীরে 
এখন কেবল বিভোর হয়ে থাকি 
তোমার উজাড় শব্দের অনুরণনে 

শব্দে শব্দে আকুল হয়ে যাই 
ব্যাকুল প্রেমের স্বপ্ন ডানা মেলে 
উড়ে যাবো তুমি নামের ঝড়ে 
আমায় কেবল আগলে রেখো তুমি 
তোমার স্নিগ্ধ নূপুরের যাপনে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন