একা একটা শালিকের ভোর হয়
সূর্য লজ্জা পেতে পারে তবুও
সারাদিন ধান ক্ষেতে বিষণ্ণ খোটা খুঁটি
কৃষক লজ্জা পেতে পারে তবুও
আমি একটা বিপ্লব নিয়ে বসে থাকি
এক জোড়া শালিকের আশায়
অশুভ বিকেলে
সূর্য লজ্জা পেতে পারে তবুও
সারাদিন ধান ক্ষেতে বিষণ্ণ খোটা খুঁটি
কৃষক লজ্জা পেতে পারে তবুও
আমি একটা বিপ্লব নিয়ে বসে থাকি
এক জোড়া শালিকের আশায়
অশুভ বিকেলে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন