সোমবার, ২৯ অক্টোবর, ২০১২

নিমগ্নতা



এই যে মেঘ, 
এই যে স্পর্ধার চুড়ান্ত দেখিয়ে দিচ্ছো 
এই যে সীমাহীনতা, 
এই যে আদ্র সমুদ্র, এই যে বিশ্বাস
রুদ্ধশ্বাস ফোঁটা ফোঁটা.... আজন্ম নিমগ্ন আমি 

চলো হাত ধরে হেঁটে আসি অনন্তকাল....



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন