ছোঁয়াচে উষ্ণতা ঘিরে আমাদের যাপন গুলো দীর্ঘ হচ্ছে
আমাদের বোধ গুলো পড়েই আছে বিষণ্ণ বরফের তলে
আথচ যাপন গুলো দীর্ঘ থেকে আর দীর্ঘ-ই হচ্ছে
আমাদের চোখে কোন উত্তাপ জমে না এখন
আমাদের কবিতা গুলো এখন শুধুই কালো
পরাজিত বিপ্লব গুলো হাহুতাশ করে বিষণ্ণ বরফের তলে
আমাদের বোধ গুলো পড়েই আছে বিষণ্ণ বরফের তলে
আথচ যাপন গুলো দীর্ঘ থেকে আর দীর্ঘ-ই হচ্ছে
আমাদের চোখে কোন উত্তাপ জমে না এখন
আমাদের কবিতা গুলো এখন শুধুই কালো
পরাজিত বিপ্লব গুলো হাহুতাশ করে বিষণ্ণ বরফের তলে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন