যত শত জোনাকির হাহুতাস
কিছু কালো, কিছু শোক, কালো পূর্ণিমা
জাগতিক সূর্যের কোন দায় ছিল না
কালো কালো দাগ পরে গেছে সূর্যের গায়ে
বিলোড়িতো বিপ্লব ছিল অহেতুক সকালে
সূর্যের কালো দাগে ইতিহাস জমে না
কিছু কালো, কিছু শোক, কালো পূর্ণিমা
জাগতিক সূর্যের কোন দায় ছিল না
কালো কালো দাগ পরে গেছে সূর্যের গায়ে
বিলোড়িতো বিপ্লব ছিল অহেতুক সকালে
সূর্যের কালো দাগে ইতিহাস জমে না
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন