একটা বিপ্লবের গন্ধ নিয়ে আমি সারা রাত জেগে থাকি
এখানে সেখানে মাখি আর কোথায় যে রাখি
আমার ঘুম হয় না,
এখন আমি স্বপ্ন দেখা ভুলেই গেছি
এখন আমি সূর্যের গায়ে বিপ্লবের স্বপ্ন আঁকি
এখন আমি চিৎকার করে বিপ্লব ডাকি
এখন আমি সূর্যের গায়ে বিপ্লবের স্বপ্ন আঁকি
এখন আমি চিৎকার করে বিপ্লব ডাকি
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন