চমৎকার সূর্যের সখ্যতা তবুওতো রাত্র আসেই
এই ঘুম তোমাকেই মানায়
নির্বোধ পাপ গুলো আমাদের খেয়ে যায়
যাকে তুমি অন্ধকার বলো
অথচ তোমার দেখা হয়নি রাত্র কখনো
তুমি জানতে চাওনি অন্ধকার কতটুকু কালো
এই প্রেম কোন কিছু নয়, তোমার দুঃস্বপ্নের কাছাকাছি
আমাদের একবেলা নিঃশ্বাস
এই প্রেম তুমি তুমি উন্মাদনায় তোমার বিরক্তিকর উচ্ছাস
এই দিন শেষ হয়ে যায়
অথচ এই ঘুম তোমাকেই মানায়
যাকে তুমি অন্ধকার বলো
অথচ তোমার দেখা হয়নি রাত্র কখনো
তুমি জানতে চাওনি অন্ধকার কতটুকু কালো
এই প্রেম কোন কিছু নয়, তোমার দুঃস্বপ্নের কাছাকাছি
আমাদের একবেলা নিঃশ্বাস
এই প্রেম তুমি তুমি উন্মাদনায় তোমার বিরক্তিকর উচ্ছাস
এই দিন শেষ হয়ে যায়
অথচ এই ঘুম তোমাকেই মানায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন