মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১২

বিপ্লবি- ৩৪



আমি খুব দ্রুত হাটি
কারন ফুটপাথে নামার আগেই আমি একটা গন্তব্য ঠিক করে নেই
কিন্তু এলোমেলো পায়ের মিছিলে
আমি বারবার থমকে যাই
গন্তব্যহীন মানুষ গুলো দ্বিধাগ্রস্থ

এখন ফুটপাথে হাটতে গিয়ে অস্বস্তি লাগে
আর তাই এখন আর কোন গন্তব্য ঠিক করি না
প্রেম গুলো হতাশ বালিশের নিচে চাপা পড়ে থাকে
সেখানে অন্ধকার একটা বিপ্লবের অপেক্ষায় মৌন মিছিল সাজায়

একদিন বিপ্লবি ঠিক-ই বের হয়ে যাবে অন্ধকার থেকে
(একদিন মানুষ গুলো ঠিকানা পাবে
এরপর ব্রজ্র স্লোগানে বিজয়ী মিছিল হবে
 প্রেমিকেরা দ্রুত বেগে ফুটপাথ ধরে হেটে যাবে প্রেমিকার কাছে)


শেষ তিনটা লাইন কি যুক্ত করা যায় এই কবিতায় 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন