আমার এক বিন্দু আকাশ হলেই যথেষ্ট
একটা কারাগার আমার জন্যে প্রস্তুত করে রেখো
সেখানে কোনো জানালা রেখোনা
এমন কি একটা ছিদ্র পর্যন্ত
তারপরও যদি পারো
বিপ্লব আটকে রেখে দেখিও
শুধুমাত্র এক বিন্দু আকাশ হলেই যথেষ্ট
তারপরও যদি পারো
বিপ্লব আটকে রেখে দেখিও
শুধুমাত্র এক বিন্দু আকাশ হলেই যথেষ্ট
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন