আমাকে সাজা দিতে হলে কিছুটা ধুরন্ধর তোমাকে হতেই হবে
আসলে আমি খুব আলস, ঘুম থেকে দেরি করে জাগি
এবং এর কোন নিদৃষ্ট সময় ও নেই ......
তাই তোমাকেই আর কিছু অধ্যাবসয়ী হতে হবে
আমাকে সাজা দিতে হলে কিছুটা এলো মেলো তোমাকে হতেই হবে
আসলে আমি খুব এলোমেলো হাটি
পুরোটা জীবন গোছাতে গোছাতে কাটিয়ে দিয়ে ভুলেই গেছি গোছাবার নিয়ম
তাই তোমাকেই এলোমেলো সব রাস্তার ধারে লুকোতে হবে
আমাকে সজা দিতে হলে কিছুটা কালো তোমাকে হতেই হবে
আমি খুব একরোখা প্রেমিক
আমি থাকি পরাজিত বিল্পবে
আমাকে কেবল অন্ধকারেই খুজে পাবে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন