বৃহস্পতিবার, ২৪ জানুয়ারী, ২০১৩

কালো কবিতা -৪৬



প্রয়োজনহীন কবিতা গুলো
ভিতরে ভিতরে পুড়ে যাচ্ছে যন্ত্রনাতে
প্রয়োজনহীন মানুষ গুলো কবির মত-ই এলো মেলো
প্রয়োজনহীন মিছিল গুলো অন্ধ স্লোগান বয়ে যাচ্ছে যেনো একটা মরা নদী

আজ কোনো বিপ্লব নেই; আজ কোনো প্রয়োজন নেই কবিতা লেখার

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন