বুধবার, ২ জানুয়ারী, ২০১৩

কালো কবিতা-৩৮



খুব রাত্রে কিছু শিশির ফিরে এসেছিলো
আবার কুয়াশা হতে চায়
ঘাস গুলো নাকি সর্বভুক ছিলো ...
যা খুশি তাই খায়

সকালে সূর্য ঘাস ফুল হয়ে-ই জন্মেছিলো
শিশিরের শীতকাল এ পর্যন্তই
এলোমেলো বসন্ত তো আর বিপ্লব নয়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন