শুক্রবার, ২৫ জানুয়ারী, ২০১৩

প্রেমিক-৪৮


আমার তৃষ্ণা পেলেই আমি পান করি না
আমি একটা সংক্রামক রোগের মতো সেটা ছড়িয়ে দেই
কিন্তু সবাই তো আর এমন শুষ্ক হতে জানে না

গিলে ফেলা পিপাসার পরে তৃপ্তির উপসর্গ ভাসিয়ে দিলেই
সব শেষ হয়ে যায়, সেই ভাবে তুমিও ভেসে গেছো
তারপর শেষ হয়ে গেছো

আকন্ঠ শুষ্কতা নিয়ে 
আমি উষ্ণতা পুষে রাখি চিরকাল

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন