বৃক্ষ নয়,
আমাদের মধ্যবিন্দুতে জন্মেছিল অর্ধেক দেয়াল;
অর্ধেক বসন্ত, অর্ধেক প্রেমে
অর্ধেক আষাঢ়, অর্ধেক পূর্ণিমায়
অর্ধেক কাম আর অর্ধেক সন্ন্যাসে
এক আকাশে উড়েছে আমাদেরই অর্ধেক ফানুস।
অর্ধেক মৃত্যু দিয়ে দেয়াল ভেঙ্গেছি যখন
তুমিও অর্ধেক মৃত পড়ে ছিলে, দেয়ালের ওপারে
বাকি অর্ধেক ছিলো বিভ্রান্ত শুন্যতার ইতিহাস.....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন