মঙ্গলবার, ৮ জানুয়ারী, ২০১৩

ক্ষুধা-২


একটা লেজকাটা টিকটিকি সারাদিন আমার ঘরে ছিলো
আমার সাথে, আমার বিছানায় শুয়ে
আমি সারাদিন একটা লেজ খুজে গেছি
বিষণ্ণ আর আনমনে, এমন কি নিজের-ই পশ্চাত্যে

একটা টিকটিকি ক্ষুধার্ত-ই ছিলো নিজের লেজ খেয়ে ফেলেও
চলে যাবার সময় বলে গেলো; বেচে থেকো, নিজেকে খেয়ে হলেও

তাহলে কি আমিও ক্ষুধার্ত ছিলাম
আমার ও কি লেজ ছিলো

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন