শনিবার, ২৬ জানুয়ারী, ২০১৩

'ভালো আছি' বলে কথা




ক'জন পুরুষ জানে 
কালোজিরা মিহিনি করে বাটার বিদ্যা
থ্যতলানো ভাতে ভর করা বিষাদের স্বাদ 
সার্থক হয় মুসুরের ডালে
এখন তোমার হিংসে-ই হবে; 
ভালো আছি বলে কথা.....

এখনো জামার কলারে কালশিটে পরে
তারপরও নিজ হাতে ইস্ত্রি করি কেতাদুরস্ত কবিতা
মাঝে সাঝে ভুলে যাওয়া কাফলিন কটকটে সোনালী
তবু দৃষ্টি ফেরাই সোনালুর ডালে; 
ভালো আছি বলে কথা.....

সেখানে বসন্তের বাসা, 
সোনালুর কালো কালো লেজ
আমার দুঃখ মাখা তোমার অদ্ভুত সুখ
সব কিছু গোছগাছ করে রাখি,
তেমন আর এলোমেলো হই না; 
ভালো আছি বলে কথা!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন