রবিবার, ৬ জানুয়ারী, ২০১৩

প্রেমিক -৪৫



ভালো থাকার জন্যে তো আর ভালবাসি নাই
ভালোবাসার সম্পুরকে ভালো থাকা নাই
অকালের চাঁদ পূর্ণিমাতেও কালোই থাকে
বিষণ্ণ রোদ, বিক্ষুব্ধ স্রোত একটা কিছু
ভালোবাসার জন্যে শুধু পিপাসিত

ভালোবাসার সম্পুরকে ভালো থাকা নাই
এইতো আছি প্রেমিক হয়েই উচ্ছাসিত

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন