শুক্রবার, ৪ জানুয়ারী, ২০১৩

জেনে গেছে সবাই



বিপ্লব পোড়াতে কত টুকু ডিজেল লাগে
এখন আর সামর্থ্য নেই কিনে জ্বালিয়ে দেবো
কত টুকু দাম বাড়ালে সার্থক হয় জেনে গেছে সবাই
জেনে গেছে সবাই এই সব স্লোগানের দৌড়
হরতাল, যুদ্ধাপরাধ আর জয় বাংলা

মাসের শেষে দিন গুলো অফিস করা দুর্বিষহ
এখন দুটাকার বাস ভাড়া পাঁচটাকা কাল থেকে ছয় নাকি সাত?
মারামারি, পোড়া মবিলের দাগভরা জামা
শুধু বেড়েই যাচ্ছে পায়ে হাটা দূর,স্বপ্নের পোর্টফলিও
বড় শহর আরো বড় মেগা সিটি , পি এফ আই লংকা বাংলা
কালো জুতা আর সাদা সাদা ধুলা,
ডিটারজেন্ট ফেনায় ভাসে সুস্মিতার পরচুলা, জেনে গেছে সবাই
হরতাল, যুদ্ধাপরাধ আর জয় বাংলা

জেনে গেছে সবাই, শুধু বোকাচোদা আমি কিছু জানি নাই
আর বাদ বাকি সব সালা খানকিরপোলা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন