মঙ্গলবার, ১ জানুয়ারী, ২০১৩

কালো কবিতা-৩৭



কালো কালো আলো গুলো অদ্ভুত
বিরুদ্ধ বসন্ত চেপে ধরে নির্বোধ রাতের পাজর
লজ্জিত সূর্যের ছায়া আর অর্ধেক পূর্ণিমা

বিষণ্ণ মৃত্যুর চেয়েও কুৎসিত আর নির্লজ্জ উন্মাদনা
মানুষের মানচিত্র ভেঙ্গেচুরে

আসহায় আধার কি প্রতিবাদ জানে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন